ঢাকা-বরিশাল রুটে ইউএস বাংলার ফ্লাইট আজ চালু হচ্ছে

S M Ashraful Azom
আজ শুক্রবার থেকে ঢাকা-বরিশাল আকাশপথে বেসরকারি সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চালু হতে যাচ্ছে। সপ্তাহে ৪ দিন এ ফ্লাইট চলাচল করবে। বর্তমানে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস সপ্তাহে রবিবার ও বুধবার দু’দিন এ রুটে যাত্রী পরিবহন করে।
 
ইউএস বাংলার বরিশাল অফিসের ইনচার্জ মোঃ রিয়াদ হোসেন জানান, ড্যাস-৮ কিউ-৪০০ মডেলের টার্বোপ্রপ ইঞ্জিনের ৭৬ আসনের দুটি এয়ারক্রাফট দিয়ে আপাতত প্রতি সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রবিবার ঢাকা-বরিশাল রুটে তাদের ফ্লাইট পরিচালনা করবে। তবে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে চাহিদা অনুযায়ী ভবিষ্যতে সপ্তাহের সাতদিনই এ রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। ভাড়া নির্ধারণ করা হয়েছে। আসন প্রতি সর্বনিম্ন ৩ হাজার ২শ সর্বোচ্চ ৬ হাজার ২শ টাকা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top