আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জনগণই ক্ষমতার উত্স। নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতা বদল হতে হবে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার পথ বন্ধ হয়ে গেছে।’
শুক্রবার বিকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি নাসিম বলেন, ‘আওয়ামী লীগ একটি নির্বাচন মুখী রাজনৈতিক দল। নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে। ২০১৯ সালে আবারো নির্বাচন হবে। জনগণ যে দলকে ভোট দেবে সে দলই ক্ষমতায় যাবে। আওয়ামী লীগ হত্যা, ক্যুর রাজনীতিতে বিশ্বাস করে না। জ্বালাও-পোড়াও নৈরাজ্যও পছন্দ করে না। মেয়াদ শেষে সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে। সরকার আশা করে—সে নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশ নিয়ে দেশের গণতন্ত্রচর্চা অব্যাহত রাখবে।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমন করা হয়েছে এবং এ দেশে কোনোভাবেই চরমপন্থার রাজনীতির স্থান হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। দেশের মানুষের মৌলিক অধিকার ভাত-কাপড়ের নিশ্চয়তা দেয়া হয়েছে। গ্রামের মানুষ এখন ঘরে বসেই উন্নত চিকিত্সার সুযোগ পাচ্ছেন, সার, বীজসহ কৃষি সরঞ্জাম সহজলভ্য হয়েছে। শিশুমৃত্যু, মাতৃমৃত্যু হার কমেছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কারণে গ্রামগঞ্জের মানুষ এখন আর না খেয়ে থাকে না।’
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে স্থানীয় ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে দলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, সিনিয়র নেতা সিরাজুল ইসলাম খান, কে এম হোসেন আলী হাসান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, অ্যাডভোকেট আব্দুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
এর আগে মন্ত্রী তার নির্বাচনী এলাকা কাজীপুরের মাইজবাড়ি ইউনিয়নের বেলতৈল গ্রামে ৩৮০ পরিবারের মধ্যে বিদ্যুত্-সংযোগের উদ্বোধন করেন।