বকশীগঞ্জে সোনা মিয়ার ১ম মাদকমুক্ত বর্ষপূর্তী পালিত

S M Ashraful Azom
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নিউ লাইফ মাদকসক্তি নিরাময় ও সহায়তা কেন্দ্র থেকে চিকিৎসাধীন মোঃ সোনা মিয়ার ১ম বর্ষপূর্তী পালন । উপলক্ষে গতকাল রাত ১২ টায় বকশীগঞ্জ উপজেলায় অবস্থিত নিউ লাইফ মাদকাসক্তি নিরাময় ও সহায়তা কেন্দ্রে  দোয়া কেক কাটার মধ্য দিয়ে মোঃ সোনা মিয়ার বর্ষপূর্তী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বকশীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় । বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ্ পি এস এম মোস্তাছিনুর রহমান। সভাপতিত্ব করেন নিউ লাইফ মাদকাসক্তি নিরাময় ও সহায়তা কেন্দ্রের পরিচালক মোঃ শাহজাহান মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন নিউ লাইফ মাদকাসক্তি নিরাময় ও সহায়তা কেন্দ্রের চিকিৎসাধীন মোঃ রাসের সিদ্দিকী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাত্তার, বিশিষ্ট ঠিকাদার আশফাকুর রহমান জুয়েল ও সমাজ সেবক মাওলানা হাসমত আলী প্রমুখ। অনুষ্ঠানে মোঃ সোনা মিয়ার সুস্বাস্থ্য কামনা মাদক থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top