৪৩ শতাংশ আফিম উৎপাদন বেড়েছে আফগানিস্তানে

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  আফগানিস্তানে গত এক বছরে আফিম উৎপাদন ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের মাদক সংশ্লিষ্ট অপরাধ বিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) জানিয়েছে এ খবর।
 
আগের চেয়ে ১০ শতাংশ বেশি ভূমিতে আফিমের উৎস পপি গাছ চাষ করা হচ্ছে সেখানে। কিন্তু চাষপদ্ধতি আধুনিকায়নের জন্য প্রতি হেক্টরে উৎপাদনের পরিমাণ বেড়েছে অনেক বেশি। উল্লেখ্য, আফিম সবচেয়ে ভয়ানক ড্রাগ খ্যাত হেরোইন প্রস্তুতের প্রধান উপাদান।
 
আফগানিস্তানে সবচেয়ে বেশি আফিম উৎপন্ন হয়। দেশটিতে আফিম উৎপাদন নিষিদ্ধ কিন্তু কৃষকদের কাছে এটি খুব কার্যকরী অর্থকরী ফসল। তালেবান এই পপি চাষ থেকে চাঁদা আদায় করে যা থেকে সামরিক কর্মকাণ্ড পরিচালনা করে। জাতিসংঘের মাদক সংশ্লিষ্ট অপরাধ বিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) নির্বাহী পরিচালক ইউরি ফেদোতভ বলেন, এটি দুশ্চিন্তার বিষয়। বিবিসি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top