চাঁদাবাজির ৩ মামলায় তারেক রহমানকে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  বিগত সেনাসমর্থিত তত্ত্ববধায়ক সরকারের আমলে চাঁদাবাজির পৃথক তিন মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছে হাইকোর্টে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। 

একই সঙ্গে চাঁদাবাজির তিন মামলা ও আয়কর সংক্রান্ত আরো দুটি মামলার বিচার কার্যক্রমের ওপর দেয়া স্থগিতাদেশও প্রত্যাহার করে নেয়া হয়েছে। এছাড়া বিচার কার্যক্রম চলার প্রশ্নে জারিকৃত রুল খারিজ করে দিয়েছে আদালত। ফলে এসব মামলার বিচারকাজ চলতে আর কোনো আইনগত বাধা নেই।
 
২০০৭ সালে চাঁদাবাজি ও আয়কর ফাঁকির অভিযোগে গুলশান থানায় তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। পরে তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ওই সময় মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুলও জারি করে। সম্প্রতি এসব মামলার রুল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসে।
 
আজ আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস শুনানি করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top