সেবা ডেস্ক: নতুন আঙ্গিকে আগামীকাল (সোমবার) থেকে শুরু হচ্ছে মিজান জাতীয় কাবাডি প্রতিযোগিতা।
প্রাথমিকভাবে সেবা জোনে লীগ পর্ব দিয়ে শুরু হচ্ছে এই টুর্নামেন্টের খেলা। ঢাকা কাবাডি স্টেডিয়ামে শুরু হওয়া সেবা অঞ্চলের খেলায় অংশ নেবে সাতটি সার্ভিসেস দল। এগুলো হলো- বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, বাংলাদেশ জেল ও ফায়ার সার্ভিস। -বাসস।
