নির্বাচনের ৬০ দিন আগে ‘ডু অর ডাই’ থিওরিতে যাবে বিএনপি

S M Ashraful Azom
নির্বাচনের ৬০ দিন আগে ‘ডু অর ডাই’ থিওরিতে যাবে বিএনপি

সেবা ডেস্ক: বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচির মাধ্যমে সরকার পতন ও নির্বাচনে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে সম্ভাব্য সকল কৌশল অবলম্বন করে ব্যর্থ হয়েছে এক সময়ের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

দেশি-বিদেশি লবিংয়ের মাধ্যমে নানা কৌশল অবলম্বন করলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেষ পর্যন্ত কোনো পথ না পেয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই মাস আগে থেকে ‘মরা-বাঁচা’ পরিকল্পনা হাতে নিচ্ছে।

বিএনপি আন্দোলনের নামে নাশকতার জন্য বাছাইকৃত কিছু লোকের মাধ্যমে সারা দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করবে। যদিও দলের একটি অংশ মনে করছে, এমন সিদ্ধান্তের কারণে বিএনপিকে ‘আম-ছালা’ দুটোই হারাতে হতে পারে।

সূত্রে জানা যায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই মাস আগে থেকে ‘ডু অর ডাই’ থিওরিতে বিএনপির উচ্ছৃঙ্খল কিছু কর্মী দিয়ে আন্দোলনের নামে নাশকতা সৃষ্টি করবে এবং সেই অরাজকতার মধ্যে প্রশাসনের কিছু লোককে নিহত করে সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করার স্বপ্নও দেখছে দলটি। তারা মনে করছে, আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল থাকায় সরকার এ আন্দোলনকে প্রতিহত করতে ব্যর্থ হবে। যদিও প্রেক্ষাপট ভিন্ন। নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের ঐক্য আরও সুসংঘবদ্ধ হয়েছে বলেই মনে করছেন দলের নেতারা।

বিএনপির নেতাদের একাংশ বলছে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাচনের আগে মুক্ত করার একটি ধারাবাহিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অন্যদিকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ বিএনপির জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। একদিকে রয়েছে দলের নেত্রী অন্যদিকে বিএনপির নিবন্ধন ধরে রাখা। এ অবস্থায় বড় আন্দোলনের দিকে গেলে যদি আন্দোলন সফল না হয় তবে দল নিশ্চিহ্ন হয়ে যাবে। এমনকি দলের চেয়ারপারসনকে আজীবন জেলে থাকতে হবে। যেহেতু আন্দোলন সফল করার কোনো নিদর্শনই এ পর্যন্ত বিএনপিতে নেই, তাই সেদিকে কঠোরভাবে যাওয়ার মতো ঝুঁকি না নেয়াই শ্রেয় বলে মনে করছেন তারা।

অন্যদিকে দলের অপরপক্ষ বলছে, বিএনপি যে পর্যায়ে উপনীত হয়েছে তাতে আর কোনো পথ খুঁজে বৃথা সময় নষ্ট না করাই ভালো। কোনো জয়ই সহজ পথে আসে না। তাই নির্বাচনের আগে যেকোনমূল্যে একটি বৃহৎ অরাজকতার দিকে যাওয়া ভুল হবে না।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির সামনে আর কোনো পথ খোলা নেই। নতুন পথ না খুঁজে নির্বাচনে অংশগ্রহণ করাই ভালো সিদ্ধান্ত হবে। নতুন করে সহিংস পথে গেলে সব হারাতে হতে পারে তাদের।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top