
সেবা ডেস্ক: ঘাটাইল প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খান এর সমর্থনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ঘাটাইল এস ই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে এ কর্মী সভায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
সভায় টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খান জনগনের উদ্যোশে বলেন, শেখ হাসিনার সরকার, উন্নয়নের সরকার। ঘাটাইল উপজেলা থেকে নৌকা প্রতীককে জয়যুক্ত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে টাঙ্গাইল-৩ আসন আমরা জনগন উপহার দেব। ঘাটাইল উপজেলাকে মডেল শহরে উন্নয়ন করতে আওয়ামীলীগ সরকারকে আবারও জয় করতে হবে। তিনি সকলের কাছে ভোট প্রার্থনাও করেন।
উক্ত কর্মী সভায় উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের আওয়ামীলীগও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দউপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।