
ভূঞাপুর প্রতিনিধি: আজ ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার শিক্ষকদের সাথে মতবিনিয়ম করেছেন আওয়ামী লীগের এমপি প্রার্থী তানভীর হাসান ছোটমনি।
গোপালপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে গোপালপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময়সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগের এমপি প্রার্থী তানভীর হাসান ছোটমনি, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকসহ অন্যান্যরা।
এ সময় এমপি প্রার্থী ছোটমনি গোপালপুরের উন্নয়নের স্বার্থে, সবার কাছে সহযোগিতা, দোয়া ও নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।