নন্দীগ্রামে আ. লীগের বর্ধিত সভা পন্ড

S M Ashraful Azom
0
নন্দীগ্রামে আ. লীগের বর্ধিত সভা পন্ড

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের সহযোগী সংগঠনকে আমন্ত্রণ না করায় বর্ধিত সভা পন্ড হয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষ দর্শীরা জানায়, বৃহস্পতিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বর্ধিত সভার আহবান করেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ। এ সময় সেখানে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের কাছে আমন্ত্রণ না করার বিষয়ে জানতে চান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে বর্ধিত সভা পন্ড হয়ে যায়।

নন্দীগ্রাম পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন মিলন জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সব সময় সহযোগী সংগঠনসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাদ দিয়ে বর্ধিত সভার আহবান করেন। এর প্রেক্ষিতে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের ওপর ক্ষিপ্ত হয়। আমরা এ বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য দলের জেলা পর্যায়ের নেতাদের জানিয়েছি।

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান জানান, সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদককে বর্ধিত সভার কথা বলা হয়েছে। সভা পন্ড হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে তিনি দাবি করেন দুই-একজনের সাথে কথা কাটাকাটি হয়েছে।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top