
সেবা ডেস্ক: গতকাল ২১ এপ্রিল রবিবার সকাল ১০টায় আইইবি সেমিনার কক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি কর্তৃক আয়োজিত “শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির দশ বছর” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ও এর উপর এক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। মাননীয়
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব এইচ টি ঈমামের সভাপতিত্বে উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী জনাব ডঃ হাছান মাহমুদ এমপি এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ঠ রাজনীতিবিদ জনাব আমীর হোসেন আমু এমপি।
উক্ত সেমিনারে বতর্মান সরকারের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ খালিকুজ্জামান বিশেষ বক্তব্য রাখেন।
সেমিনারে আরো বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব জনাব ডঃ শামসুল হক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্দ্বির কথা তুলে ধরেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।