
সেবা ডেস্ক: ২১ এপ্রিল রবিবার সকালে শ্রমিক লীগের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, দলের অনেক সিনিয়র নেতা থাকা সত্ত্বেও দায়িত্ব দেয়া হয়েছে খালেদা জিয়ার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ছেলে তারেক রহমানকে। বিএনপি নির্বাচনেও ব্যর্থ, দল হিসাবে ব্যর্থ।
তিনি বলেন, বিএনপি নির্বাচনকে বির্তকিত করতে চেয়েছিল। কিন্তু তারা পারেনি। বিশ্বের বড় বড় রাষ্ট্র বিজয়ী হওয়ার পরে প্রাধনমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সমর্থন দিয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।