
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে উত্যক্ত করার দায়ে মহিদুল ইসলাম নামের এক বখাটে যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আাদালত।
গত রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর এ সাজা দেন।
দন্ডপ্রাপ্ত মহিদুল ইসলাম উপজেলার আটমূল ইউনিয়নের আতাহার গ্রামের বুলু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ওই গ্রামে তোফাজ্জল হোসেন তাঁর কন্যাকে কয়েক বছর আগে পার্শ্ববর্তী কালাই উপজেলায় বিয়ে দেন। বিয়ের পর ওই গৃহবধূ তাঁর বাবা বাড়িতে বেড়াতে আসলে বখাটে মহিদুল ইসলাম প্রায়ই তাকে অশ্লীল কথা, কু-প্রস্তাবসহ উত্যক্ত করতো।
পরে তাঁর বাবা বিষয়টি থানা পুলিশকে জানালে রবিবার সকাল সাড়ে ১০ টায় পুলিশ বখাটে মহিদুলকে বাড়ির সামনে থেকে হাতে নাতে আটক করে। পরে দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এ সাজা দেন।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীতে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।