
সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে খরিপ-১/২০১৯-২০ মৌসুমে উফশী আউশ ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
সেমবার (২২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ১২টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সর্বমোট ৬ হাজার ১‘শ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত জামিল এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফ আহম্মেদ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বগুড়া জেলা পরিষদের সদস্য সাহাদারা মান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী বগুড়া উপ-পরিচালক কৃষিবিদ নিখীল চন্দ্র বিশ্বাস, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা কৃষকলীগের যুগ্নআহ্বায়ক সাইফুল ইসলাম দুখু, কৃষকদের পক্ষে জিন্নাহ মাস্টার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হালিম।
⇘সংবাদদাতা: সারিয়াকান্দি প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।