
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে সোমবার দুপুরে বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ধনবাড়ী শাখার উদ্যোগে আলোচিত নুসরাত জাহান রাফি ও মনিকাসহ সকল ধর্ষণ হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ধনবাড়ী শাখার উপদেষ্টা প্রফুল্ল চন্দ্র বসাক, সভাপতি বিনয় কৃষ্ণ তালুকদার, সাধারণ সম্পাদক মদন দাস, চিত্ত রঞ্জন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালু, বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী শাখার সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র দে, প্রবীর কুমার সরকার, আল্পনা রানী বর্ধন, বিষ্ণু পদ সাহা প্রমুখ।
মানববন্ধনে বক্তরা ফেনীর সোনাগাজী মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকারীসহ সকল ধর্ষণ হত্যার অতি দ্রত গ্রেফতারসহ সঠিক ন্যায় বিচার দাবী করেন।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।