মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা

S M Ashraful Azom
মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী সাদুল্যাপুর দুই উপজেলার সিমানায় ঢোলভাঙ্গা নামকস্থান জেলার ভিতর বহুল পরিচিত স্থান এখানে ভালো মন্দ উভয় প্রকার মানুষের বসবাস। তবে অন্যান্য স্থানের চাইতে এখানে অপরাধির সংখ্যা শুরু হতেই বেশী।

এ এলাকা নানা সময়ে নানা মাদককারবারীর স্বর্গ রাজ্য হয়। মাদকের কারবার চলে এখানে নানা কৌশলে তাছাড়া এলাকায় আদি ডাকাত সদস্যদের বসবাস। যদিও বর্তমান সময়ে পুলিশ সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে রয়েছেন।

এ কারণে অত্র এলাকা ডাকাতরা ভালো হয়ে গেলেও এর একটি অংশ গোপনে মাদকের সাথে সম্পৃত। তারা নানা কৌশলে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। গাইবান্ধা শহর সহ আশপাশের উপজেলা থেকে এখানে মাদক নিতে আসে অনেকে মাদক সেবী। চলে অনেক রাত পর্যন্ত মোটরসাইকেল সিএনজির আনাগোনা।

এখান হতে দেশে বিভিন্ন স্থানে যাওয়ার কল্পে মাদকের চালান আটকের একাধিক ঘটনা রয়েছে। তেমনি রয়েছে মাদক ব্যবসা হতে আজীবনের জন্য সরে দাড়ানো অঙ্গিকার করা শপথকারী। গোটা জেলা যখন জেলা পুলিশের তৎপরতায় মাদক ব্যবসা গুটিয়ে এসেছে আর এই কঠোরতার মধ্যেও ঢোলভাঙ্গায় নানা কৌশলে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি চক্র।

গতকাল ১৯ মে মঙ্গলবার সন্ধ্যায় ঢোলভাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকায় বহিরাগত এক মাদকসেবীর পরিচয় জানতে চাইলে স্থানীয় মাদককারবারীরা ক্ষিপ্ত হয়ে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ইউপি সদস্য রফিকুল ইসলাম কে মারধর করে। গতকাল ১৯ মে  এঘটনায় ৫ জনকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন ইউপি সদস্য রফিকুল ইসলাম। এ অভিযোগ দায়ের পর অভিযুক্তরা আবারো আজ ২০ মে বুধবার বিকালে রফিকুল ইসলাম কে মারধর করে মাথা আঘাত করে রক্তাক্ত করে ও তার পরিবারের উপর হামলা করে স্ত্রী সন্তানদের মারধর করে। এরপর আহতদের উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি স্থানীয়রা ।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top