
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:এ.এ.এম আবু তাহেরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানাগেছে,উপজেলায় ২শ ৮৮টি অস্থায়ী ও ১ টি স্থায়ী কেন্দ্রে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ৬-১১মাস বয়সী ৫ হাজার ২৪৭জন শিশুকে,১২-৫৯ মাস বয়সী ৫২ হাজার ৬১৬ জন শিশুকে এবং প্রতিবন্ধী ৬-১১মাস বয়সী ১৯ জন শিশুকে ও ১২-৫৯ মাস বয়সী ১০৪ জন শিশুকে ভিটামিন “এ”প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।