ফুলবাড়ীতে গরুর ল্যাম্পি স্কীন রোগ ছড়িয়ে পড়েছে

S M Ashraful Azom
0

 : কুড়িগ্রামের ফুলবাড়ীতে গরুর ল্যাম্পি স্কীন রোগ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। রোগে এ পর্যনÍ কোন গরুর মৃত্যু না হলেও উপজেলার ৬ টি ইউনিয়নে শতশত গরু আক্রান্ত হয়েছে। প্রতিটি বাড়ীতে এক/দুইটি করে গরু এ রোগে আক্রান্ত হওয়ায়এবং এ রোগের চিকিৎসা ব্যয় বহুল হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন গরুর মালিকরা।

ফুলবাড়ীতে গরুর ল্যাম্পি স্কীন রোগ ছড়িয়ে পড়েছে



 সরেজমিনে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বারাইতারী ও বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটিসহ বিভিন্ন এলাকা গিয়ে দেখা গেছে, প্রতিটি পরিবারে এক-দুইটি করে এ রোগে আক্রান্ত হয়েছে। বারাইতারী গ্রামের সাইদুল হকের ৩টি, আমজাদ হোসেনের ২ টি, আশরাফ আলীর ১টি, রেজাউল হকের ১টি ঘোগারকুটি গ্রামের গোলাম মোস্তফার ২টি,আজাদ আলী, শফিকুল ইসলাম ও আলী হোসেনের ১টি করে গরু এ রোগে আক্রান্ত হয়েছে। তারা জানান, গরু এ রোগে আক্রান্ত হলে প্রথমে গায়ে ফোস্কার মত ফুলে যায়। পরে মুখে ঘা হয় এবং পা ফুলে গিয়ে গরু দুর্বল হয়ে পড়ে।  প্রথমে পল্লী প্রাণী চিকিৎসকের চিকিৎসা নিয়ে উন্নতি হয়নি। পরে সরকারী চিকিৎসকের চিকিৎসা নেওয়ায় কিছুটা উন্নতি হয়েছে। ধীরে ধীরে গরু সুস্থ হচ্ছে। তারা আরও বলেন, এ রোগের চিকিৎসা খুবই ব্যয় বহুল। ইনজেকশন, ঔষধ ও ডাক্তারের ফিসহ গরু প্রতিপ্রায় ৫ হাজার টাকা ব্যয় হলেও এখনও গরু সুস্থ হয়নি। 

উপজেলা প্রাণী সম্পদ অফিস সুত্র জানায়, নিবন্ধিত খামার এবং প্রান্তিক পশু পালন কারী সহ উপজেলায় প্রায় ৭৫ হাজার গরু পালন করা হচ্ছে। খামারীদের গরু এ রোগে বেশি আক্রান্ত না হলেও প্্রান্তিক পশু পালনকারীদের গরুই বেশি আক্রান্ত হয়েছে। এটা ছোয়াছে রোগ হওয়ায় দ্রæত ছড়িয়ে পড়ছে।

এ প্রসঙ্গে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা (অঃ দাঃ) ডাঃ আতিকুজ্জামান জানান, এ রোগ প্রতিরোধের কোন টিকা নেই। গরুর সঠিক পরিচর্যা এবং বাসস্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এ রোগ ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব। তবে আতঙ্কিত হওয়ার কিছ ুনাই। আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। আক্রান্ত গরুর চিকিৎসার জন্য দ্রæত উপজেলা প্রাণীসম্পদ দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেয়া হচ্ছে।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top