সেবা ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় এজহারনামীয় আসামি রেজাউলকে গ্রেফতার করেছে র্যাবের একটি টিম।
আজ শনিবার (১৭ জুন) সন্ধ্যায় বগুড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সাংবাদিক নাদিম হত্যা: আরও পড়ুন >>
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করে জানান, ‘রেজাউল সাংবাদিক নাদিমকে মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। মামলায় চার নম্বর আসামি সে।’
এর আগে সকালে পঞ্চগড় থেকে চেয়ারম্যান বাবুকে গ্রেফতার করে র্যাব। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তার আরও দুই সহযোগী মনির ও জাকিরকে গ্রেফতার করে র্যাব। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। এ বিষয়ে আজ সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের মুখপাত্র।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।