কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরের দক্ষিন পাইকপাড়া গ্রামের একটি বিরোধপূর্ণ জমিতে চাষাবাদকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের কারণে আদালত সেখানে ১৪৪ ধারা জারি করেছে।
শনিবার বিকেলে আদালতের জারি করা ১৪৪ ধারার নোর্টিশ দুই পক্ষকে বুঝিয়ে দিয়েছেন কাজিপুর থানা পুলিশ। এরফলে বিবদমান দুই পক্ষের মাঝে আপাতত রক্তক্ষয়ী সংঘষ এড়ানো গেছে বলে জানিয়েছে দুই পক্ষের শালিশতকারকগণ।
মোকাম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের সিরাজগঞ্জ এই আদেশ জারি করেন।
জানা গেছে, কাজিপুরের সোনামুখী ইউনিয়নের দক্ষিন পাইকপাড়া গ্রামে ফটিক শেখ ও তার লোকজন পাইকপাড়া মৌজার আর এস ৩৫৮ নম্বর খতিয়ানের আরএস ১৭৬৪ নম্বর দাগের ৪১ শতাংশ এবং আরএস ২২৮৬ নম্বর দাগের ৮ শতাংশ মোট ৪৯ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছে।
আরও পড়ুন:
এরইমধ্যে একই গ্রামের ছাকাত শেখ ওই জমি নিজেদের দাবী করে আদালতে মামলা দায়ের করে। আদালতের শুনানীতে ফটিক গংরা নোর্টিশ না পাওয়ায় হাজির না হলে আদালত গত বছরের ২৯ আগস্ট বাদী ছাকাত আলীর পক্ষে একতরফা রায় প্রদান করেন। তবে রায়ে কিছু শর্ত জুড়ে দেয়া হয়। সেই রায়ে উল্লিখিত শর্ত না মেনে ছাকাত আলী গত বুধবার ওই জমিতে চাষ করতে গেলে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।
স্থানীয়ভাবে বিষয়টির মিমাংনা না হলে ফটিক সেখ ওই জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, আদালতের আদেশ পেয়ে আজ শনিবার বিকেলে উভয় পক্ষকে ডেকে নোর্টিশ প্রদানসহ জমিতে যেতে নিষেধ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।