জামালপুরে ২৮ জুলাই এনসিপির পদযাত্রা

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে আগামী ২৮ জুলাই জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জামালপুরে ২৮ জুলাই এনসিপির পদযাত্রা


জুলাই পদযাত্রা ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের জামালপুরে আগমণ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (২৬ জুলাই) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান বক্তব্য রাখেন। 


আরও পড়ুন:


এ সময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে আগামীকাল ২৭ জুলাই রাতে শেরপুুরে পদযাত্রা শেষ করে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামালপুর আসবেন। 


রাতেই তারা হযরত শাহ জামাল (রহ:) এর মাজার, দয়াময়ী মন্দির ও হরিজন পল্লী পরিদর্শন করবেন এবং জামালপুরে রাত্রিযাপন করবেন। পরের দিন ২৮ জুলাই সকালে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের পর পদযাত্রা শুরু হবে। 


পদযাত্রা শেষে শহরের ফৌজদারী মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে, সেখানে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ময়মনসিংহে উদ্দেশ্যে রওনা হবেন। 


সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জাতীয় নাগকির পার্টি-এনসিপির কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান শুভ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক হিফজুর রহমান বকুল, সংগঠক মো: মোসাদ্দেকুর রহমান, এনসিপি জামালপুর জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ফজলুর রহমান, শাহিদুর রহমান স¤্রাটসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।    




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top