সমাবেশ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

Seba Hot News : সেবা হট নিউজ
0

লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরে বিএনপির সমাবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিনকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে।

সমাবেশ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা


মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ছাত্রদলের জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার আহ্বায়ক মো. সাব্বির আহম্মেদ ও সদস্য সচিব মো. আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাময়িক অব্যাহতির বিষয়টি জানানো হয়। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চত করেছেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২নং শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রবিন হাসানকে (অমিত হাসান রবিন) সাময়িক অব্যহতি প্রদান করা হলো।


আরও পড়ুন:



জানা গেছে, মঙ্গলবার সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় বিএনপির ৫ আগস্টের বিজয় মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে শত শত গণপরিবহন যানজটে আটকে পড়ে। এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন। বিষয়টি ছাত্রদলের জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার নেতারা জানার পর তাকে সাময়কি অব্যহতি প্রদান করে।


ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন তার ফেসবুক আইডিতে লেখেন, এটা সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি ? এছাড়া ওই পোস্টে যানজটে আটকে থাকা কয়েকটি গণপরিবহনের ছবিও যুক্ত করেন তিনি।


জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি বলেন, মিছিল সমাবেশের জন্য কোনো ধরনের ভোগান্তি তৈরি হয়নি। ইউনিয়ন ছাত্রদল নেতা অন্য গ্রুপের হওয়ায় এমন পোস্ট করেছে। তার দাবি অযৌক্তিক।


এ বিষয়ে মন্তব্য জানার জন্য সাময়িক অব্যহতি পাওয়া শরিফুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক অমিত হাসান রবিনের মোবাইলে একাধিকার কল দিলেও তাকে পাওয়া যায়নি।


জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল জানান, সমাবেশ নিয়ে নিজ দল সম্পর্কে অমিত হাসান রবিন ফেসবুকে নেতিবাচক মন্তব্য করে দলীয় ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তাকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top