কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগেেঞ্জর কাজিপুরে ২০২৪-২০২৫ অর্থ বছরে আগুনে ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৪৩ টি পরিবারের মাঝে ঢেউটিন ও টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠ থেকে এই সহায়তা সামগ্রি বিতরণকাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।
প্রতি পরিবারের মাঝে দুই বান্ডিল করে মোট ৮৭ বান্ডিল ঢেউটিন এবং প্রতি বান্ডিলের জন্যে দুই হাজার করে টাকার চেক প্রদান করা হয়েছে।
আরও পড়ুন:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বিতরণ কাজের আয়োজন করে কাজিপুর উপজেলা প্রশাসন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।