সেবা ডেস্ক: 'জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫' উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।
গত ৬ আগস্ট বুধবার সকালে শাহবাগে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ের নিজস্ব চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম।
আরও পড়ুন:
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার ও রূবানা পারভীনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শুধুমাত্র প্রধান কার্যালয়েই নয়, একই দিনে অগ্রণী ব্যাংকের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সব শাখা ও কার্যালয়েও এই কর্মসূচি পালিত হয়। এসব শাখায় কর্মরত নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এই কর্মসূচির মাধ্যমে অগ্রণী ব্যাংক একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।