সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও এডিট করে অপপ্রচার চালানো এবং আওয়ামী লীগের কমিটিতে নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাট্টাজোড় ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফোরকান মিয়া।
![]() |
বকশীগঞ্জে অপপ্রচার ও বিভ্রান্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন: ‘আমি বিএনপির কর্মী, আওয়ামী লীগে নই’—ফোরকান মিয়া |
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ফোরকান মিয়া বলেন—
“আমি ২০২৩ সালে বাট্টাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৫০ নম্বর সদস্য হিসেবে নির্বাচিত হই। আমি দীর্ঘদিন ধরেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু সম্প্রতি ফেসবুকে আমার একটি ভিডিও এডিট করে প্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে আমার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হচ্ছে।”
তিনি আরও বলেন,
“আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। অথচ ২০১৬ সালের একটি ওয়ার্ড কমিটিতে আমার নাম কিভাবে অন্তর্ভুক্ত হলো, আমি নিজেও জানি না। এটি হয়তো ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই—আমি বিএনপির কর্মী, আওয়ামী লীগে নই।”
ফোরকান মিয়া অভিযোগ করেন, এডিট করা ভিডিও ব্যবহার করে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। তিনি বলেন—
“এমন অপপ্রচার শুধু আমার সম্মান নষ্ট করার জন্য নয়, বরং জনগণকে বিভ্রান্ত করার জন্যও করা হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি—এ ধরণের গুজবে বিভ্রান্ত হবেন না।”
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা ঘটনাটিকে গুরুতর অভিযোগ হিসেবে দেখছেন। তারা মনে করেন, এ ধরণের অপপ্রচার ব্যক্তি ও রাজনৈতিক মহলের জন্য বিভ্রান্তি তৈরি করে।
সংবাদ সম্মেলনের শেষে ফোরকান মিয়া সকলকে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন—
“আমি সবসময় বিএনপির রাজনীতির সঙ্গেই আছি এবং থাকব। আমার নাম জড়িয়ে যারা অপপ্রচার করছে, তারা দেশ ও সমাজের শত্রু। সত্যের জয় হবেই।”
বকশীগঞ্জ নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।