সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে মাউসির কর্তৃক তদন্তে বেতন বন্ধ হওয়া সাঁধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও সহকারী প্রধান শিক্ষক শরিফা আক্তারের ইনডেক্স কর্তন ও স্কুল থেকে অপসারণ এবং তদন্তে প্রমাণিত হওয়ায় ল্যাব সহকারি সিফাতের বেতন বন্ধ করার প্রতিবাদে এবং এই জালিয়াতি চক্রকে বাঁচানোর চেষ্টা করার অভিযোগে মাউসির পরিচালক অধ্যাপক কাজী আবু কাইয়ুম শিশিরকে মাউশি থেকে অপসরণের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
![]() |
বকশীগঞ্জে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল |
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বরের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন খালিদ সাইফুল্লাহ (বাবু), মো. আতাউর রহমান ও মো. সরিফ মোল্লা।
বক্তারা সাঁধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও সহকারী প্রধান শিক্ষক শরিফা আক্তারের ইনডেক্স কর্তন ও স্কুল থেকে অপসারণের দাবি জানান। একই সাথে তদন্তে প্রমাণিত জালিয়াতির কারণে ল্যাব সহকারি সিফাতের বেতন বন্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানান।
আরও পড়ুন:
তারা অভিযোগ করেন, মাউসির পরিচালক অধ্যাপক কাজী আবু কাইয়ুম শিশির এই জালিয়াতি চক্রকে বাঁচানোর চেষ্টা করছেন। তাই তাকে মাউশি থেকে অপসরণ করা না হলে এই জালিয়াতি চক্র আরও শক্তিশালী হবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের জালিয়াতি ও দুর্নীতি শিক্ষার পরিবেশ নষ্ট করছে। তাই দ্রুত এই অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাউসির তদন্ত কমিটি সাঁধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে ইনডেক্স কর্তনসহ বিভিন্ন অনিয়মিততার প্রমাণ পায়। এরপরই প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বেতন বন্ধ করা হয়। তদন্তে ল্যাব সহকারি সিফাতের জড়িত থাকার প্রমাণ মিললে তার বেতনও বন্ধ করা হয়।
বিক্ষোভ থেকে উপজেলা শিক্ষা অফিসার ও মাউসির পরিচালকের কাছে স্মারকলিপও প্রদান করা হয়। তাদের দাবি, দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে জালিয়াতি ও দুর্নীতিমুক্ত করা হোক।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার বলেন, 'অভিযোগটি আমরা গুরুত্বের সাথে খতিয়া দেখছি। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
বকশীগঞ্জ নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।