আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর-৫ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।
![]() |
জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা |
সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের নাওভাঙ্গা এলাকায় এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে এলডিপি ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক ও জামালপুর জেলা শাখার আহবায়ক রাসেল পারভেজ এলডিপি জেলা শাখার সদস্য সচিব মুহা: মাসুদ হোসাইনকে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে এলডিপি ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক ও জামালপুর জেলা শাখার আহবায়ক রাসেল পারভেজ বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্ণেল অলি আহমেদ যেহেতু ডিফেন্সের, সেহেতু এই দলে শৃঙ্খলা অত্যন্ত দামী।
এখানে যারা শৃঙ্খলিত তারাই কাজ করে। জামালপুরের অনেকেই দলের প্রর্থীতার জন্য আবেদন করেছিলেন কিন্তু মুহা: মাসুদ হোসাইন রাজনৈতিক ও সাংগঠনিকভাবে খুবই দক্ষ তাই তাকে দলের হাইকমান্ড দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছে।
তিনি ব্যতীত এলডিপি থেকে আর কেউ প্রার্থীতা ঘোষণা করতে পারবে না, কেউ করে থাকলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠবে।
অন্যান্য দলের মত একাধিক প্রার্থী দিয়ে বিশৃঙ্খলভাবে প্রচারণার সুযোগ দিচ্ছি না।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, অনেকেই বলেন বিএনপি-এলডিপি চাচাতো ভাই, কেন্দ্রীয় পর্যায়ে বিষয়টি এরকমই কিন্তু মাঠ পর্যায়ে এই আন্তরিকতা থাকেনা। মুহা: মাসুদ হোসাইন আমাদের দলীয় প্রার্থী, কিন্তু জোটগতভাবে দলীয় সিদ্ধান্তে এলডিপির প্রার্থী চূড়ান্ত হতে পারেন।
তবে এমপি পদপ্রার্থী হলেই তিনি এমপি হয়ে যাবেন না। তিনি যদি জনগণের মন জয় করতে পারেন তাহলে ভোট পাবেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জামালপুর সদর-৫ আসনে একমাত্র দলীয় মনোনীত প্রার্থী মুহা: মাসুদ হোসাইন।
যদি আমাদের দল থেকে অন্য কেউ নির্বাচনে প্রার্থীতা দাবী করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থী মোহাম্মদ মাসুদ হোসাইন, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।