চোখের আলো হারিয়ে জীবনের লড়াইয়ে কাজিপুরের বায়েজিদ

Seba Hot News : সেবা হট নিউজ
0

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: দুই চোখেই আলো নেই বায়েজিদের। জন্মের চার বছর বয়সে চোখ ওঠা রোগে আক্রান্ত হয়ে অন্ধত্ব বরণ করতে হয় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের গাড়াবেড় গ্রামের আছাব আলীর এই ছেলেটিকে। তবে চোখের আলো না থাকলেও থেমে থাকেননি তিনি।

Bayazid of Qazipur loses his eyesight and fights for his life
চোখের আলো হারিয়ে জীবনের লড়াইয়ে কাজিপুরের বায়েজিদ




জীবিকার তাগিদে একসময় নিজ গ্রামের একটি মসজিদে ইমামতির দায়িত্ব নেন। কিন্তু সামান্য বেতনে সংসার চালানো কষ্টকর হয়ে পড়লে তিনি বিকল্প উপার্জনের পথ খুঁজে নেন। বন্ধুর পরামর্শে মাত্র ১৫ হাজার টাকা পুঁজি নিয়ে এক বছর আগে গ্রামে একটি ফ্লেক্সিলোডের দোকান খোলেন।

রাস্তার পাশে একটি টিনের ঘরে টেবিল বসিয়ে বায়েজিদ এখন মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল প্রদান, বিকাশ ও নগদ লেনদেনের কাজ করেন।

ধর্মীয় শিক্ষায় মনোযোগী বায়েজিদ হাফেজ ও ক্বারি উভয় পরীক্ষায় পাশ করেছেন।

দৃষ্টিহীন হওয়ায় তিনি মোবাইলের টক ব্যাক ফাংশনের সাহায্যে ব্যবসা পরিচালনা করেন। মাস শেষে প্রায় দুই হাজার টাকা আয় হয়, এর সঙ্গে সরকার প্রদত্ত প্রতিবন্ধী ভাতা মিলিয়ে চলে তার তিন সদস্যের সংসার।

বায়েজিদ বলেন, ‘আরো কিছু পুঁজি থাকলে ব্যবসাটা বড় করা যেত। তাহলে সংসারটা একটু স্বচ্ছলভাবে চালাতে পারতাম।’

 তিনি সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন, যেন ব্যবসা সম্প্রসারণের সুযোগ পান। 

 সকল প্রতিবন্ধীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়।আমি চাই আমার মতো তারাও ভিক্ষার হাতকে কর্মের হাতে পরিণত করুন।’ 

স্থানীয় ইউপি সদস্য এরশাদ হোসেন বলেন, ‘চোখের আলো না থাকলেও কারো কাছে হাত না পেতে নিজে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছেন বায়েজিদ। সহায়তা পেলে তার ব্যবসা আরও এগিয়ে যাবে।’ 
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ‘বায়েজিদ বর্তমানে সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। প্রয়োজনে সমাজসেবা অফিস ও জেলা প্রশাসকের মাধ্যমে অতিরিক্ত সহায়তা প্রদানের সুযোগ রয়েছে।’



সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


কাজিপুর- নিয়ে আরও পড়ুন
কাজিপুরে ইউএনওর তৎপরতায় উধাও জুয়ার আসর
কাজিপুরে ইউএনওর তৎপরতায় উধাও জুয়ার আসর
কাজিপুরে যমুনা উপজেলার দাবিতে গণসংযোগ
কাজিপুরে যমুনা উপজেলার দাবিতে গণসংযোগ
কাজিপুরে মাদকসেবির তিন মাসের কারাদন্ড
কাজিপুরে মাদকসেবির তিন মাসের কারাদন্ড
কাজিপুরে যমুনা উপজেলার দাবিতে গণসংযোগ
কাজিপুরে যমুনা উপজেলার দাবিতে গণসংযোগ
কাজিপুরে বিএনপির তিন নেতার গণমাধ্যমে নির্বাচনী ভাবনা প্রচার
কাজিপুরে বিএনপির তিন নেতার গণমাধ্যমে নির্বাচনী ভাবনা প্রচার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top