কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরে অবস্থিত ছয় ইউনিয়নে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবীতে গনসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
![]() |
| কাজিপুরে যমুনা উপজেলার দাবিতে গণসংযোগ |
শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার মনসুরনগর ইউনিয়নে ও বিকেল তিনটায় তেকানি ও নিশ্চিন্তপুর ইউনিয়নে গণসংযোগে অংশ নেন যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ।
চরবাসির স্বতঃস্ফুর্ত সাড়ায় এই গণসংযোগ গণজাগরণে রূপ নিচ্ছে। বলে জানান অংশগ্রহণকারিগণ।
গণসংযোগে পৃথকভাবে অংশ নেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম শাকিল, প্রকৌশলী সোহাগ রানা, প্রকৌশলী সুমন মিয়া, সাংবাদিক ও কবি শহিদুল ইসলাম নিরব, সিটেট এর পরিচালক জহুরুল ইসলাম, প্রকৌশলী সাইফুল্লাহ গালিব, শিক্ষক প্রতিনিধি আবু সালেহ প্রমূখ।
এসময় তাদের সাথে এলাকার তরুণ ও প্রবীণগণও অংশ নেন। গণসংযোগ ও লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তাগণ চরাঞ্চলের মানুষের মৌলিক অধিকার বঞ্চিত জীবনের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন।
একইসাথে এই বঞ্চনার অবসানকল্পে চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামের নতুন একটি উপজেলা গঠনের দাবী জানান।
এসময় তাদের স্লোগান ছিলো--"ছয় ইউনিয়নের এক চাওয়া, যমুনা হবে উপজেলা। ”
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
যমুনা উপজেলা- নিয়ে আরও পড়ুন

কাজিপুরে যমুনা উপজেলার দাবিতে গণসংযোগ

কাজিপুরে নদী ভাঙনরোধ ও যমুনা উপজেলা দাবীতে মানববন্ধন

যমুনা উপজেলা বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

কাজিপুরে “যমুনা উপজেলা” দাবিতে উত্তাল দেড় লাখ মানুষ

কাজিপুরের প‚র্বাঞ্চলে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ' গঠন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।