শামীমুল ইসলাম তালুকদার: ডিসএবল্ড পিপলস ইন্টারন্যাশনাল (Disabled Peoples International)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আবদুস সাত্তার দুলাল। এর মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, পুরো এশিয়া-প্যাসিফিক (Asia-Pacific) অঞ্চল সম্মানিত হলো বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
![]() |
এশিয়া-প্যাসিফিকের গর্ব, ডিপিআই-এর সভাপতি বাংলাদেশি দুলাল |
গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ডিপিআই-এর এক বিশেষ সাধারণ সভায় তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়। এটি সংগঠনটির সর্বোচ্চ পদ।
১৯৮১ সালে কানাডার উইনিপেগে প্রতিষ্ঠিত ডিপিআই (DPI) বর্তমানে ১৪০টি জাতীয় সংগঠন, ৬টি আঞ্চলিক পরিষদ, বিশ্ব পরিষদ ও নির্বাচিত নির্বাহী বোর্ড নিয়ে গঠিত। সংগঠনটি ইউরোপ, লাতিন আমেরিকা, উত্তর আমেরিকা/ক্যারিবীয়, আফ্রিকা, আরব রাষ্ট্র ও এশিয়া-প্যাসিফিক—এই ছয়টি অঞ্চলে কাজ করছে।ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের ৭ প্রবাসীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় জাতিসংঘের গৃহীত সনদ ইউএনসিআরপিডি (UNCRPD) স্বাক্ষর ও বাস্তবায়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আবদুস সাত্তার দুলাল ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন। ১৫ বছর বয়সে এক দুর্ঘটনায় প্রতিবন্ধী হওয়ার পর তিনি প্রতিবন্ধী অধিকার আন্দোলনে যুক্ত হন। ১৯৮২ সাল থেকে এ খাতে সক্রিয় থেকে বিপিকেএস (BPKS) ও ন্যাডপো (NADPO)’সহ প্রায় ৩০টি সংগঠন প্রতিষ্ঠা করেছেন।
এছাড়া ৭১টি দেশের কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং জাতিসংঘ(UN), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), আইএলও (ILO), জাইকা (JICA), ইউএসএআইডি (USAID), এডিবি (ADB), সিবিএম (CBM), অজএইড (AZAID)’সহ আন্তর্জাতিক সংস্থার নীতিনির্ধারণ পর্যায়ে কাজ করেছেন।
তিনি জাতিসংঘ-ইএসক্যাপের ‘ডিজঅ্যাবিলিটি রাইটস চ্যাম্পিয়ন’(Disability Rights Champion)-সহ বহু আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। ১৯৯২ সাল থেকে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে প্রতিবন্ধী অধিকার বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।
বাংলাদেশ নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।