কাজিপুরে যমুনার চরের জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত না দেবার দাবীতে বিক্ষোভ

Seba Hot News : সেবা হট নিউজ
0

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনায় জেগে ওঠা মনসুর নগর চরের জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত না দিতে বিক্ষোভ মিছিল করেছে চরাঞ্চলবাসী।

Protest in Kazipur demanding that land on the Yamuna Char not be given to the landless for settlement
কাজিপুরে যমুনার চরের জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত না দেবার দাবীতে বিক্ষোভ


বুধবার দুপুরে মনসুর নগর ইউনিয়নের মাজনাবাড়ী গ্রামের সহ¯্রাধিক মানুষ মিছিল নিয়ে এসে কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাঈমা জাহান সুমাইয়ার অফিসে স্মারকলিপি প্রদান করেছে। 


 বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন কাজিপুরের নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির নেতা ও বিশিষ্ট কবি আলতাফ হোসেন মাস্টার, মনসুরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান, কৃষকনেতা আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর আলম, কেএম বেলাল হোসেন প্রমূখ। 


বক্তাগণ উল্লেখ করেন, ১২ নম্বর মনসুরনগর ইউনিয়নের এসএ ৫৬ এবং আরএস ৫৩ এর ভূমির মালিকগণ পূর্বে সিএস মূলে মালিকানা প্রাপ্ত হন। ওই সময় সিকস্তি জমির কিছু অংশ তৎকালিন জমিদারের নামে রেকর্ড হয়। পরবতর্র্তিতে সিকস্তি জমি পয়স্তি হলে সেখানকার জনগণ জমিদারকে সেলামী দিয়ে ওই জমির পত্তন নেন। 


এমতাবস্থায় ১৯৫৮ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত ওই জমিগুলো ওই প্রজাদের নামে এস এ রেকর্ড হয়। এরপর থেকে তারা যথারীতি খাজনা দিয়ে আসছিলেন। কিন্তু আরএস রেকর্ডের সময় (১৯৭৮-১৯৮০)  ওই জমির কিছু অংশ নদীসিকস্তি হলেও ভ্রমাত্মকভাবে পুরো জমিই সিকস্তি দেখিয়ে সরকারের নামে আরএস রেকর্ড হয়। 

কিন্তু তখন থেকেই সেখানকার জনগণ সেসব জমি ভোগদখল করে আসছেন। ওইসব জমির খাজনা ২০০৫ সাল পর্যন্ত  তারা পরিশোধও করেছেন।  

তারা আরও উল্লেখ করেন, পুরো জমিই এখন জনগণের দখলে। জমিতে ফসল ছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসা, খেলার মাঠ, হাট বাজার রয়েছে। 

এমতাবস্থায় ওইসব জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেয়ায় সেখানে উভয় পক্ষের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়েছে।  বক্তাগণ সরেজমিন দেখে সিএস ও এসএ মূলে জমির মালিকদেরকে পূর্নবহালের দাবী জানান। 


কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও নাঈমা জাহান সুমাইয়া জানান, চরের জনগণ স্মারকলিপি দিয়েছেন। দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।



কাজিপুর নিয়ে আরও পড়ুন

৬ দফা দাবীতে কাজিপুরে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি

৬ দফা দাবীতে কাজিপুরে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি

কাজিপুরে চালিতাডাঙ্গা মহিলা কলেজের নির্বাচিত সভাপতির সংবর্ধনা

কাজিপুরে চালিতাডাঙ্গা মহিলা কলেজের নির্বাচিত সভাপতির সংবর্ধনা

কাজিপুরে টিসিভি ভ্যাকসিনেশন বিষয়ক ওরিয়েন্টেশন

কাজিপুরে টিসিভি ভ্যাকসিনেশন বিষয়ক ওরিয়েন্টেশন

কাজিপুরের রাবেয়া ফাউন্ডেশনকে সরকারী অনুদানের চেক হস্তান্তর

কাজিপুরের রাবেয়া ফাউন্ডেশনকে সরকারী অনুদানের চেক হস্তান্তর

কাজিপুরে মাসকলাইয়ের বীজ ও সার পেলেন দুইশ কৃষক

কাজিপুরে মাসকলাইয়ের বীজ ও সার পেলেন দুইশ কৃষক


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top