মেয়াদ শেষে সোনামুখী মেলায় প্রশাসনের উচ্ছেদ অভিযান

Seba Hot News : সেবা হট নিউজ
0

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: মেয়াদ শেষ হলেও চলছিলো সিরাজগঞ্জের কাজিপুরের ঐতিহ্যবাহী সোনামুখী মেলা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজক কমিটিকে একাধিকবার মেলা বন্ধের নির্দেশ দেয়া হলেও কোন কাজ হয়নি।

Administration's eviction drive at Sonamukhi Mela after term ends




ফলে শুক্রবার (৩১ অক্টোবর) বেলা এগারোটায় মেলায় সেনাসদস্য, থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী উচ্ছেদ অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান। 

জানা গেছে,  শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে সিরাজগঞ্জের জেলা প্রশাসন  থেকে গত ১০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের জন্য কাজিপুরের সোনামুখী মেলার অনুমোদন নেন মেলা কমিটি । হিসেব অনুযায়ী মেলার অনুমোদিত মেয়াদ  শেষ হওয়ার পরও মেলা বন্ধ না করে নিয়মিত চালিয়ে যাচ্ছিলো আয়োজকেরা। পরে মেলায় উচ্ছেদ অভিযান চালায় যৌথবাহিনী।

আরও দেখুন:

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, “মেলা বন্ধ করতে আয়োজক কমিটিকে বারবার বলা হয়েছে। কিন্তু তারা বন্ধ করেননি। সরকারি নির্দেশনা অমান্য করায় আজকে অভিযান চালিয়ে সব উচ্ছেদ করা হয়েছে।”

আরও দেখুন:

তিনি আরও বলেন, “অভিযান চলাকালে মেলায় ক্ষুদ্র ও কুটিরশিল্প ব্যবসায়ীদের পক্ষে তিনজন তাদের অপরাধ স্বীকার করেন এবং এমন অপরাধ আর করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। ভোগ্যপণ্যের আর্থিক ক্ষয়-ক্ষতির বিষয় বিবেচনা করে ব্যবসায়ীদের নিজেদের সব কিছু দ্রæত সরিয়ে নেয়ার জন্য সুযোগ দেয়া হয়েছে। ”

কাজিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) নূরে আলম শুক্রবার বিকেলে বলেন, “  তিন জনকে নিয়ে আসা হয়েছে। মেলার সবকিছু সরিয়ে না নেয়া পর্যন্ত তাদের ছাড়া হবে না।” 



সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


কাজিপুর- নিয়ে আরও পড়ুন
কাজিপুরে মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ
কাজিপুরে মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ
চোখের আলো হারিয়ে জীবনের লড়াইয়ে কাজিপুরের বায়েজিদ
চোখের আলো হারিয়ে জীবনের লড়াইয়ে কাজিপুরের বায়েজিদ
কাজিপুরে ইউএনওর তৎপরতায় উধাও জুয়ার আসর
কাজিপুরে ইউএনওর তৎপরতায় উধাও জুয়ার আসর
কাজিপুরে যমুনা উপজেলার দাবিতে গণসংযোগ
কাজিপুরে যমুনা উপজেলার দাবিতে গণসংযোগ
কাজিপুরে মাদকসেবির তিন মাসের কারাদন্ড
কাজিপুরে মাদকসেবির তিন মাসের কারাদন্ড

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top