চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে জামালপুরের ৮ জন

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা করে নিয়েছেন জামালপুরের ৮ জন ছাত্রনেতা।

8 people from Jamalpur in Chittagong University Chhatra Dal committee
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে জামালপুরের ৮ জন




গত বুধবার (২৯ অক্টোবর) রাতে ঘোষিত নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়ায় জেলার শিক্ষার্থীরা নিজেদের সক্রিয় উপস্থিতি ও নেতৃত্বের সক্ষমতার প্রমাণ রেখেছেন।

জামালপুরের শিক্ষার্থীদের এই প্রতিনিধিত্বকে বিশ্ববিদ্যালয় ও জেলার রাজনৈতিক অঙ্গনে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ মনে করছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামালপুরের তরুণ নেতৃত্বের এই উত্থান জেলার দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যেরই প্রতিফলন। 

ঘোষিত কমিটিতে দেখা গেছে, জামালপুর শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহী মোস্তফা নাহীন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। 

এছাড়াও মাদারগঞ্জ উপজেলার মাসুদ রানা সহ-সাধারণ সম্পাদক পদে, মেলান্দহের সোয়াইব হাসান তন্ময় সহ-সাংগঠনিক সম্পাদক, সরিষাবাড়ির ইশতিয়াক আহমেদ রাহাত সহ-কার্যক্রম প্রণয়ন ও পরিকল্পনা সম্পাদক এবং সদস্য পদে যথাক্রমে সদর উপজেলার দিগপাইত এলাকার মোঃ খালেদ মাহমুদ, সরিষাবাড়ির রাহী ইবনে সরোয়ার, ইসলামপুরের আহসানুল্লাহ আকাশ ও সদর উপজেলার শুভ শেখ দায়িত্ব পেয়েছেন। 

জামালপুরের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাদের সাংগঠনিক দক্ষতা, সহনশীল রাজনীতি ও শিক্ষাঙ্গনে ইতিবাচক ভূমিকা তাদেরকে নেতৃত্বের আসনে স্থান করে দিয়েছে।

নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহী মোস্তফা নাহীন বলেন, আমরা ২০২২ এর কঠিন সময় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পতাকা বহন করছি। শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা এই পরিচয়ের আগে থেকেই আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিলো যা ক্যাম্পাসে আমাদের নানান উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ পায়। সবার কাছে দোয়া চাই যেন জনসেবার এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটিতে জামালপুরের শিক্ষার্থীদের অংশগ্রহণ শুধু সংগঠনের ভৌগোলিক বৈচিত্র্যকেই নয় বরং তরুণ নেতৃত্বের সম্ভাবনাকেও সামনে নিয়ে এসেছে। এই নেতৃত্ব ভবিষ্যতে সংগঠনকে আরও গতিশীল করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জামালপুর- নিয়ে আরও পড়ুন
ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদন্ড
ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদন্ড
ইসলামপুরে রাক্ষসী নদী যমুনার ভাঙনে চার শতাধিক বাড়ীঘর বিলীন
ইসলামপুরে রাক্ষসী নদী যমুনার ভাঙনে চার শতাধিক বাড়ীঘর বিলীন
জামালপুরে ৯ ঘন্টা পর অপহৃত নারী জীবিত উদ্ধার
জামালপুরে ৯ ঘন্টা পর অপহৃত নারী জীবিত উদ্ধার
বকশীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বকশীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জামালপুরে জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা
জামালপুরে জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top