ইসলামপুরে অসময়ে যমুনার ভাঙনে দিশেহারা নদী পাড়ের শতাধিক পরিবার

Seba Hot News : সেবা হট নিউজ
0

লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর শাখা কাটাখালি নদীতে হঠাৎ তীব্র ভাঙন দেখা দিয়েছে। উপজেলার চিনাডুলী ইউনিয়নের ডেবরাই প্যাচ কাটাখালি গ্রামের গত কয়েকদিনে ঘরবাড়ি, ফসলি জমি যমুনার গর্ভে বিলীন হওয়ায় কৃষকরা মানবেতর জীবন যাপন করছে।

Hundreds of families stranded by riverbanks in Islampur due to untimely erosion of Jamuna
ইসলামপুরে অসময়ে যমুনার ভাঙনে দিশেহারা নদী পাড়ের শতাধিক পরিবার




অসময়ে যমুনা ৩ কিলোমিটার জুড়ে ভাঙ্গনে আতঙ্কে দিন কাটছে পাড়ের মানুষদের। ভাঙ্গনে ঘর বাড়ি,ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নদী পাড়ের শতাধিক পরিবার। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, জীবিকার অবলম্বন ফসলি জমি। দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী এলাকাবাসীর।


স্থানীয়া বলেন, নদীর পানি কমে গেলেও ভাঙনের তীব্রতা দিন দিন বাড়ছে। ফলে আতঙ্কে দিন কাটছে আমাদের। শীত আসার আগমুহূর্তে এই অসময়ের ভাঙনে দেখা দিয়েছে তীব্র কষ্ট। 

চিনাডুলী গ্রামের কৃষক আবদুল মালেক বলেন,ভাঙনে আমার তিন বিঘা জমি আর বাড়ির অর্ধেক নদীতে চলে গেছে। সরকার যদি দ্রæত ব্যবস্থা না নেয়, সবই নদীতে মিলিয়ে যাবে।

আরও দেখুন:

শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন,প্রতি বছরই ভাঙনের ভয় নিয়ে থাকতে হয়। এবার তো হঠাৎ করে অসময়ে নদী ভাঙতে শুরু করেছে আমরা চাই দ্রæত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হোক। 

শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাকিব বলেন, হঠাৎ করেই এই নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে ফসলি জমি ঘরবাড়ি নদীতে চলে গেছে। প্রশাসনকে দ্রুত সময়ের মধ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, ভাঙনের খবর পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। আমরা দ্রুত ভাঙন রোধে বালুর বস্তা ফেলার জন্য অনুরোধ জানিয়েছি। পানি উন্নয়ন বোর্ড জামালপুর জেলা নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেন,ভাঙন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন,বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি দ্রæতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


ইসলামপুর- নিয়ে আরও পড়ুন
সুমাইয়া হত্যার বিচারের দাবীতে ইসলামপুরে সড়ক অবরোধ
সুমাইয়া হত্যার বিচারের দাবীতে ইসলামপুরে সড়ক অবরোধ
ইসলামপুরে শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন
ইসলামপুরে শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন
ইসলামপুরে ব্রহ্মপুত্র চরাঞ্চলে ক্রমেই বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ
ইসলামপুরে ব্রহ্মপুত্র চরাঞ্চলে ক্রমেই বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ
ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদন্ড
ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদন্ড
ইসলামপুরে রাক্ষসী নদী যমুনার ভাঙনে চার শতাধিক বাড়ীঘর বিলীন
ইসলামপুরে রাক্ষসী নদী যমুনার ভাঙনে চার শতাধিক বাড়ীঘর বিলীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top