লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম উল বাশারকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
![]()  | 
| ইসলামপুরে শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় প্রধান শিক্ষকের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।। ছবি : লিয়াকত হোসেন লায়ন | 
রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার গুঠাইল বাজার এলাকাবাসীর আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসীর পক্ষে মাহমুদুল হাসান,হাসমত মিয়াসহ অন্যন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা সমাজের আলোকবর্তিকা প্রধান শিক্ষক শামীম উল বাশারকে শিক্ষক নামে কলংঙ্ক আখ্যা দিয়ে প্রশাসনের নিকট দ্রæত আইনি পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য যে,গত মঙ্গলবার (২৮অক্টোবর) উপজেলার গুঠাইল এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। 
এঘটনায় ওইদিন রাতে পার্শ্ববর্তী বেলগাছা ইউনিয়নের শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম উল বাশারকে (৪৫) আসামি দিয়ে ইসলামপুর থানায় মামলা করেন ভুক্তভোগী  স্কুলছাত্রীর বাবা। অভিযুক্ত ওই শিক্ষককে বর্তমানে পলাতক রয়েছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
ইসলামপুর- নিয়ে আরও পড়ুন

ইসলামপুরে ব্রহ্মপুত্র চরাঞ্চলে ক্রমেই বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদন্ড

ইসলামপুরে রাক্ষসী নদী যমুনার ভাঙনে চার শতাধিক বাড়ীঘর বিলীন

প্রাথমিক বিদ্যালয় ফাঁকা: কিন্ডারগার্টেন ও মাদরাসায় উপচে পড়ছে শিক্ষার্থী

ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইসলামপুরে সাংস্কৃতিক সন্ধ্যা


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।