লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুর অবৈধ বালু উত্তোলনে দায়ে সানজামুল ইসলাম (১৯) নামক একজনকে সাতদিন বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
|  | 
| ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে সাতদিনের কারাদন্ড | 
এ সময় বালু উত্তোলনের পাইপ ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (৩০) অক্টোবর ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজুয়ানুল ইফতেকার মোবাইল কোর্ট পরিচালিত করেন।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে,উপজেলা পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর পূর্বপাড়ায় ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজুয়ানুল ইফতেকার আকস্মিক অভিযান পরিচালিত করেন।
এসময়  ব্রক্ষপুত্র নদে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ওই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
ইসলামপুর - নিয়ে আরও পড়ুন

ইসলামপুরে রাক্ষসী নদী যমুনার ভাঙনে চার শতাধিক বাড়ীঘর বিলীন

প্রাথমিক বিদ্যালয় ফাঁকা: কিন্ডারগার্টেন ও মাদরাসায় উপচে পড়ছে শিক্ষার্থী

ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইসলামপুরে সাংস্কৃতিক সন্ধ্যা

ইসলামপুরে দিনদিন বেড়েই চলেছে বিবাহ বিচ্ছেদ, প্রতিদিন ৭ তালাক

ইসলামপুরে জামায়াত মনোনীত প্রার্থীর উঠান বৈঠক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।