কাজিপুরে রাস্তার বেহাল দশা

Seba Hot News : সেবা হট নিউজ
0

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা পূর্বপাড়া থেকে চরদোরতার পাওয়ার প্যানেল বাজার পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা। 

কাজিপুরে জজিরা পূর্ব পাড়া ভায়া পাওয়ার প্যানেল রাস্তার বেহাল দশা


সাড়ে তিন কিলোমিটার এই রাস্তাটির দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।


স্থানীয়দের অভিযোগ, মাটির এই রাস্তাটি সামান্য বৃষ্টিপাতেই থলথলে কাদায় পরিণত হয়। অনেক জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। তাতে পানি জমে থাকে দিনের পর দিন। এতে করে ওই রাস্তায় কার্যত রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ সব যানবাহন চলাচলও খুবই কষ্টকর হয়ে পড়েছে।

 স্থানীয় বাসিন্দা রশিদ মিয়া বলেন, এই রাস্তা দিয়েই স্কুল, কলেজ, হাট-বাজার, হাসপাতাল সবকিছুতে যেতে হয়।কিন্তু রাস্তাটি এমন ভাঙাচোরা যে চলতে গিয়ে পিছলে পড়ে হাত-পা ভাঙার ভয় থাকে।

 

আরও পড়ুন:



নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, বিকল্প রাস্তা না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে এই রাস্তা স্কুলের শত শত শিক্ষার্থী, কৃষক, দোকানদারসহ সাধারণ মানুষ যাতায়াত করে। বিশেষ করে রোগী পরিবহনে সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয়। বৃষ্টির দিনে পথচলা হয়ে পড়ে আরও বিপজ্জনক।


অশীতিপর বৃদ্ধ সুজাত আলী জানান, বছরের পর বছর ধরে এই রাস্তা দেখি এমনই। অনেকবার মেম্বার-চেয়ারম্যানরে কইছি কিন্তুক, কেউ সারে না। ভোটের বেলায় আইসা মিটা কতা কইয়া যায়। রাস্তা সাইরবার কতা কয় । কামের কাম কিচ্চু হয়না। 


স্থানীয় ইউপি সদস্য জলিল মিয়া জানান, অনেকবার বলেছি। কিন্তু এই রাস্তাটির কোন কাজ হয়নি। এখন প্রতিনিয়ত চলাচলে আমরা দুর্ভোগ পোহাচ্ছি। 

 

স্থানীয় বাজারের একাধিক ব্যবসায়ী জানান, রাস্তার অবস্থা খারাপ হওয়ায় ট্রলি বা মালবাহী যান চলাচল করতে চায় না। আসলেও বেশি ভাড়া গুনতে হচ্ছে। এতে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে আমাদের। জনগুরুত্বপূর্ণ বিধায় এই রাস্তাটি পাকাকরণ খুবই জরুরি।  


কাজিপুর উপজেলা প্রকৌশলী এসএম হেদায়েত উল্ল্যাহ বলেন, বিষয়টি জানলাম। সরেজমিন গিয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top