বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বকশীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
![]() |
| বকশীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত |
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) বিকালে বকশীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের উদ্যোগে পৌর বিএনপির কার্যালয়ে ওই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু।
আরও পড়ুন:
জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন কাউছারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জরুল করিম সুমন, বকশীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলী, সদস্য সচিব মিজানুর রহমান।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে প্রতিটি নেতা কর্মীকে বিভেদ ভুলে জনগণের দোরগোড়ায় যেতে নির্দেশনা দেওয়া হয়।
সভায় স্বেচ্ছাসেবক দলের পৌর, ওয়ার্ড কমিটির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।