জামালপুরে শিশু অপহরণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে ১২ বছর বয়সী স্কুল পড়ুয়া এক মেয়ে শিশুকে অপহরণের মামলায় সুজন (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে আদালত।

A young man was sentenced to life imprisonment for kidnapping a child in Jamalpur.
জামালপুরে শিশু অপহরণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড




সোমবার (১০ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চর কোডালতলী এলাকার সিরাজ বাঘার ছেলে ব্যবসায়ী সুজন জামালপুরে বানিজ্য মেলায় ব্যবসা করতে এসে শহরের ফিশারী মোড় এলাকায় পিয়ারুল ইসলামের (৪২) গোডাউন ভাড়া নেন। 

পরিচয়ের সুবাদে পিয়ারুল ইসলামের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় সুজন। কিন্তু পরিবারের লোকজন প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২০২২ সালের ২১ নভেম্বর স্কুলে যাওয়ার পথে সুজন ও তার সহযোগীরা ওই মেয়ে শিশুকে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে। 

এই ঘটনায় একই বছরের ৪ ডিসেম্বর জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন অপহৃত মেয়ের মা নাছিমা বেগম (৪০)। 

পরবর্তীতে প্রায় এক মাস পর অপহরণের শিকার ওই শিশুকে উদ্ধার করে পুলিশ। গত ২০২৩ সালের ১৯ এপ্রিল ঘটনার সাথে সম্পৃক্ত সুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশের তদন্তকারী কর্মকর্তা। 

আরও পড়ুন:

মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামীর অনুপস্থিতে আজ রায় ঘোষণা করেন বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। দোষী সাব্যস্ত হওয়ায় রায়ে আসামী সুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 
জরিমানার অর্থ ভূক্তভোগী শিশুকে প্রদানের আদেশ দেয় আদালত। আসামী পলাতক থাকায় যেদিন গ্রেফতার হবে সেদিন থেকে দণ্ড কার্যকর হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোবারক। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামীপক্ষের আইনজীবী বা আসামীর কোন স্বজন উপস্থিত ছিলেন না।    


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জামালপুর- নিয়ে আরও পড়ুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইসলামপুরে শোভাযাত্রা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইসলামপুরে শোভাযাত্রা
মৎস্য সম্পদ ও আইন রক্ষায় কর্মশালা
মৎস্য সম্পদ ও আইন রক্ষায় কর্মশালা
জামালপুরে তিন দিনব্যাপী সিএস ফেস্ট ২.০ উদ্বোধন
জামালপুরে তিন দিনব্যাপী সিএস ফেস্ট ২.০ উদ্বোধন
বকশীগঞ্জে অবৈধভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা!
বকশীগঞ্জে অবৈধভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা!
৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন
৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top