জামায়াত নেতা নাজমুল হক সাঈদীর গণসংযোগে উত্তপ্ত বকশীগঞ্জের রাজনীতির মাঠ

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী বকশীগঞ্জে ব্যাপক গণসংযোগ করেছেন। 

Bakshiganj-political-arena-heated-up-by-Jamaat-leader-Nazmul-Haque-Sayedees-mass-outreach
বকশীগঞ্জ সংসদীয় আসনে ভোটের লড়াইয়ে জামায়াত নেতা নাজমুল হক সাঈদী, চালাচ্ছেন ব্যাপক গণসংযোগ।

একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি এবং দলের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে তিনি এই প্রচারণা চালান। বিশেষ করে, তিনি পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচনের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের কাছে তা ব্যাখ্যা করেন।


২০ সেপ্টেম্বর, শনিবার, দিনব্যাপী তিনি উপজেলার মেরুরচর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, যেমন - মাইজবাড়ী, শনিরচর, বাঘাডুবা, ও মোল্লাপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হাটবাজার ও মোড়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। গণসংযোগের সময় তিনি পথচারী, দোকানদার, কৃষক, ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়েছেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য ইনসাফ ও সাম্যের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। দাঁড়িপাল্লা প্রতীকে আপনাদের প্রতিটি ভোট সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”


এ সময় তিনি জনগণের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মন দিয়ে শোনেন এবং তাদের কাছে দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “জামায়াত যদি ক্ষমতায় আসে, তাহলে দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা হবে, যেখানে কোনো সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না।” গণসংযোগ চলাকালীন সময়ে তিনি বিভিন্ন সমাবেশে ও ছোট ছোট জনজমায়েতে পিআর পদ্ধতির ব্যাখ্যা দেন। তিনি বলেন, “এই পদ্ধতি চালু হলে প্রত্যেক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদীয় আসন বণ্টন হবে, যা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ইতিবাচক পরিবর্তন আনবে।”


গণসংযোগকালে তার সঙ্গে মেরুরচর ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ এবং দলের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী দৃঢ়তার সঙ্গে বলেন, “আগামী নির্বাচনে আমরা পিআর পদ্ধতি চাই। এখন থেকে আর ভয়ভীতি দেখিয়ে কোনো সাধারণ মানুষের ভোট নেওয়া যাবে না।” পরিশেষে, তিনি ভোটারদের প্রতি জামায়াতের ওপর আস্থা রাখার জন্য উদাত্ত আহ্বান জানান।


বকশীগঞ্জ নিয়ে আরও পড়ুন

বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে দুদকের অভিযান

বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে দুদকের অভিযান

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক বকশীগঞ্জের কৃতি সন্তান আবুল ফয়েজ আলাউদ্দিন খান

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক বকশীগঞ্জের কৃতি সন্তান আবুল ফয়েজ আলাউদ্দিন খান

বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের জগ লাইট বিতরণ

বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের জগ লাইট বিতরণ

বকশীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

শিগগিরই দেশে ফিরে আসবেন তারেক রহমান: বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাত

শিগগিরই দেশে ফিরে আসবেন তারেক রহমান: বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাত

সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top