তারেক রহমানকে স্বাগত জানাতে জামালপুর থেকে ঢাকায় ৫০ হাজার নেতাকর্মী

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় শেষে আজ (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার বাংলাদেশ ফিরছেন।

50,000 leaders and activists from Jamalpur to Dhaka to welcome Tarique Rahman
তারেক রহমানকে স্বাগত জানাতে জামালপুর থেকে ঢাকায় যাচ্ছে ৫০ হাজার নেতাকর্মী  




তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুর জেলা ও সাতটি উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকায় যোগ দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। 

ইতিমধ্যে অনেকেই ঢাকায় রওনা দিয়েছেন। জামালপুর থেকে ‘জামালপুর স্পেশাল ট্রেন’ নামে বিশেষ একটি ট্রেন, প্রায় ২শ বাস ও অন্যান্য যানবাহন দিয়ে ঢাকায় যাবেন নেতাকর্মীরা। সারা জেলা থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জামালপুর স্পেশাল ট্রেনটি আগামীকাল ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোর ৫টায় জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সকাল ৯টা ৫০ মিনিটে ট্রেনটি ঢাকায় পৌছবে। ট্রেনটি একই দিন ঢাকা থেকে সন্ধ্যা ৭টায় জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে জামালপুর এসে পৌছবে। জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি ময়মনসিংহ, গফরগাঁও, জয়দেবপুর ও বিমানবন্দন স্টেশনে যাত্রাবিরতি দিয়ে নেতাকর্মীদের বহন করে ঢাকায় পৌছাবে। ট্রেনটিতে ১০টি কোচে মোট ৫৩০টি আসন রয়েছে। ট্রেনটির ভাড়া নির্ধারন করা হয়েছে দুই লক্ষ ১৬ হাজার পাঁচশ তেষট্টি টাকা। ইতিমধ্যে ট্রেনের সমুদয় ভাড়া পরিশোধ করা হয়েছে। জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, পৌর বাস টার্মিনাল ছাড়াও সকল উপজেলা থেকে যাত্রীবাহী বাসে করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। অনেক নেতাকর্মী এসব বাহনে ঢাকায় গিয়েছেন, অনেকেই রওনা হয়েছেন। গতকাল থেকে জামালপুর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোতে স্বাভাবিক দিনের চেয়ে বেশী ভীড় চোখে পড়ছে।

আরও পড়ুন:

জেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, জামালপুর জেলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে জামালপুর থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্ততি নিচ্ছেন। 

জেলার সংসদীয় আসন 
  • জামালপুর- ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) থেকে তিন হাজার, 
  • জামালপুর- ২ (ইসলামপুর) আসন থেকে দুই হাজার, 
  • জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) থেকে আট হাজার, 
  • জামালপুর- ৪ (সরিষাবাড়ী) থেকে ৫ হাজার ও 
  • জামালপুর- ৫ (জামালপুর সদর) আসন থেকে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। 

জেলার ৭টি উপজেলার ৫টি সংসদীয় আসন থেকে একটি স্পেশাল ট্রেন, প্রায় ২শ বাস ছাড়াও মাইক্রোবাস ও অন্যান্য বাহনে নেতাকর্মীরা ঢাকায় যাবেন।  

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল আহসান সুমন জানান, বাংলাদেশ রেলওয়ের কাছে একটি স্পেশাল ট্রেনের আবেদনের প্রেক্ষিতে জামালপুর স্পেশাল নামে একটি ট্রেন বরাদ্দ দিয়েছে।

 ইতিমধ্যে জামালপুর-ঢাকা ও ঢাকা-জামালপুর এর জন্য দুই লক্ষ ১৬ হাজার পাঁচশ তেষট্টি টাকা পরিশোধ করা হয়েছে। আশা করছি আগামীকাল ২৫ ডিসেম্বর সকাল ৫টায় ট্রেনটি জামালপুর থেকে ছেড়ে যাবে। 

এছাড়াও নেতাকর্মীদের বনহকারী বাসগুলো বিভিন্ন সময়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জামালপুর- ৫ আসনের দলীয় প্রার্থী অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। 

সারা জেলা থেকে স্পেশাল ট্রেন, ২শ বাস ও বেশ কিছু মাইক্রোবাসে করে মাধ্যেমে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এছাড়াও এককভাবেও অনেক নেতাকর্মী ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। জামালপুর থেকে অন্তত ৫০ হাজার নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় যাচ্ছে।

জেলা বিএনপির সভাপতি ও জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসন থেকে মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম জানান, সরিষাবাড়ী উপজেলা থেকে ৩২টি বাস নিয়ে নেতাকর্মীরা ঢাকায় যাবে। সরিষাবাড়ী থেকে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ঢাকায় যাবে।

জামালপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আকতার হোসেন সেখ জানান, মঞ্জুরুল আহসান সুমন নামে একজন জামালপুর স্পেশাল ট্রেন ভাড়া করেছেন এবং তিনি ভাড়া পরিশোধ করেছেন।

 ট্রেনটি জামালপুর থেকে ময়মনসিংহ, গফরগাঁও, জয়দেবপুর ও বিমান বন্দর স্টেশন হয়ে ঢাকায় পৌছবে। ২৫ ডিসেম্বর ভোর ৫টার জামালপুর থেকে ছেড়ে যাবে এবং একই দিন সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা করবে।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জামালপুর- নিয়ে আরও পড়ুন
ইসলামপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন সুলতান মাহমুদ বাবু
ইসলামপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন সুলতান মাহমুদ বাবু
জামালপুরে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল গ্রেফতার
জামালপুরে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল গ্রেফতার
জামালপুরে নারীর নিরাপত্তা ও অধিকার: আইন, সমাজ ও করণীয় শীর্ষক সেমিনার
জামালপুরে নারীর নিরাপত্তা ও অধিকার: আইন, সমাজ ও করণীয় শীর্ষক সেমিনার
মেলান্দহে ‘আমার দেশ’ পত্রিকার পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উদযাপন
মেলান্দহে ‘আমার দেশ’ পত্রিকার পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উদযাপন
ইসলাম শাহ উরফে পাগলা বাবার ৭ দিনব্যাপী উরস মোবারক উদ্বোধন
ইসলাম শাহ উরফে পাগলা বাবার ৭ দিনব্যাপী উরস মোবারক উদ্বোধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top